অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার ধ্বং’স করছে পোল্ট্রিখাত
- আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার পোল্ট্রিখাতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন বলে অভিযোগ তাদের। উৎপাদন বাড়াতে বায়োসেফটি, বায়োসিকিউরিটির পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও সমন্বয়ের তাগিদ দেন তারা। রাজধানীর একটি হোটেলে ওয়ান হেলথ পোল্ট্রি হাব শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।
পোল্ট্রি সেক্টরের সুরক্ষা, অতিরিক্ত এন্টিবায়োটিক এর প্রভাব, মোকাবিলায় সচেতনতা গড়তে রাজধানীর একটি হোটেলে ওয়ান হেলথ পোল্ট্রি হাব শীর্ষক এই সম্মেলন।
সম্মেলনে মানুষের পাশাপাশি পশুপাখি ও পরিবেশ এই তিনটির সমন্বিত সুরক্ষাই পোল্ট্রি সেক্টরের উন্নয়নকে আরো গতিশীল করতে পারে বলে মত দেন বক্তারা। একটির সমন্বয়হীনতা অপরটিকে ঝুকিঁর সম্মুখীন করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন পোল্ট্রি বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন জরিপ তুলে ধরে বক্তারা বলেন, প্রাণির দেহ মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়।
পোল্ট্রি উৎপাদন থেকে শূরু করে সংশিল্ষ্ট সকলের সচেতনতার দিকে আরো বেশি নজর দেয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা ।