অস্বাভাবিক উচ্চ রক্তচাপের কারণেই নওগাঁয় রেবের হেফাজতে থাকা সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়ছে। আজ হাইকোর্টে এ প্রতিবেদনে জমা দেয়া হয়।
ময়না তদন্তের প্রতিবেদনের উপর দুপুরে শুনানি হবার কথা রয়েছে। এ সময়, রেবের যে সব কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে তাও দাখিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের নামের তালিকা জমা দিতে গতকাল আদেশ দেন উচ্চ আদালত। আশ্বাস দেন ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট দেখে ন্যায় বিচারের। এর আগে গত ২৪ মার্চ নওগাঁয় রেবের হাতে আটকের পর সুলতানা জেসমিন নামে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গত ২২ মার্চ আনুমানিক বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।