অস্বাভাবিক উচ্চ রক্তচাপে নওগাঁর জেসমিনের মৃত্যু : র্যাব
- আপডেট সময় : ০৮:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
নওগাঁয় র্যাব হেফাজতে আটক নারীর অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায়, তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, এরইমধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হলে, কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতারণার অভিযোগে, নওগাঁ থেকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিন নামে এক নারীকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, র্যাব হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান র্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক।
তিনি জানান, মৃত্যুর ঘটনায় অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে কারো অবহেলা, গাফিলতি বা দোষী সাব্যস্ত হলে, কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে, পটুয়াখালীর বাউফলে, বহুল আলোচিত দশম শ্রেনীর দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামী রায়হান ও তার সহযোহী হৃদয়কে গ্রেফতারের কথা তুলে ধরেন কমান্ডার খন্দকার আল মঈন।