দেশের বিভিন্ন জেলায় উর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে সারাদেশ চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও স্থানীয় প্রশাসনের অভিযান। এসময় কয়েকটি চালের মিলে অভিযান পরিচালনা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে সারাদেশ চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। চট্টগ্রামের পাহাড়তলীর চাল বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। ব্যবসায়ীরা অবৈধভাবে চাল মজুদে তৈরি সংকট ঠেকাতে পাহাড়তলী বাজারের অন্তত অর্ধশতাধিক দোকানে চালানো অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের সহকারী পরিচালক দিদার হোসেন। বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যায়ক্রমে নগরীর সব বাজারে অভিযান চলবে বলেও জানানো হয়।
নওগাঁয় ধান-চালের অবৈধ মজুদদারদের বিরুদ্ধের অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। জেলার ২০টি মিলে অভিযান চলে। জেলা প্রশাসক মেহেদী হাসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় অবৈধ মজুদ ঠেকাতে তৎপর তারা।
নাটোরের সিংড়ায় শ্রী নিরেন্দ্রনাথ মানীর ৩টি গুদামে প্রায় এক হাজার মেট্রিকটন ধান অবৈধ মজুদ রাখার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার কলম বাজারে ভ্রাম্যমান আদালতের বিচারক সিংড়া উপজেলা সহকারী কমিশনার আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন।