অস্ত্র ও মাদকসহ কন্ট্রাক্ট কিলিং গ্রুপের তিন সদস্য গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
অস্ত্র ও মাদকসহ কন্ট্রাক্ট কিলিং গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার বিস্তৃতি ও বিভিন্ন এলাকায় চাঁদাদাবাজির জন্য অস্ত্র ব্যবহার করতো। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, ক্যান্টনমেন্ট এলাকায় আরব আলি নামের এক ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি করে আসামীরা। অস্বীকৃতি জানালে, ঠিকাদারকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে। এছাড়া পল্লবী থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে তিনটি আলাদা মামলা করা হয়েছে।