অস্ট্রেলিয়ায় ৩১তম প্রধানমন্ত্রীর শপথ

- আপডেট সময় : ০৩:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অ্যান্থনি আলবানিজ। এর মধ্য দিয়ে ৯ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। মঙ্গলবার জাপানের রাজধানীতে অনুষ্ঠিতব্য মার্কিন কোয়াড সম্মেলনকে সামনে রেখে তড়িঘড়ি করে এ শপথ অনুষ্ঠান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এ কৌশলগত নিরাপত্তামূলক জোট গঠন করা হয়। নতুন প্রধানমন্ত্রী আলবানিজ জানান, অস্ট্রেলিয়া জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বের সাথে জড়িত হতে ইচ্ছুক। সেই লক্ষ্যে আজ টোকিও’র উদ্দেশে যাত্রা করে কোয়াড দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং জাপানের নেতাদের সাথে দেখা করবেন। তার নতুন দায়িত্ব নেয়া তার দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, যিনি কোয়াড সামিটে আলবেনিজ এর সাথে যোগ দিবেন, এছাড়া কোষাধ্যক্ষ জিম চালমারস এবং অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাঘের।