অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ স্থগিত করেছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনায় আবারও স্থগিত হলো সিরিজ। ভ্রমণ জটিলতা আর ওমিক্রন ইস্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ স্থগিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
জানা গেছে, দু’দেশের বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সময় ঠিক করবে। এ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, ওমিক্রন ছড়ানোর পর নিউজিল্যান্ড সরকারের নীতিতে বদল হয়েছে। এখন কোনো দেশ থেকে নিউজিল্যান্ডে এলে ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে। ২৪ জানুয়ারি থেকে তাসমান পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে তিনটি এক দিনের ম্যাচ ও একটি টি-টুয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল।