অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নোভাক জোকোভিচ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫০৪ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ায় ভিসা আবেদনে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নোভাক জোকোভিচ। ফলে নিজ দেশ সার্বিয়ায় ফিরে যেতে হচ্ছে টেনিসের বর্তমান এক নাম্বার তারকাকে।
এতে টুর্নামেন্টের সব থেকে সাফল্যমণ্ডিত এই তারকা ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন। দ্বিতীয়বার ভিসা বাতিলের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন জোকোভিচ। সেটি খারিজ করে দিয়েছে আদালত। অস্ট্রেলিয়াতে আর থাকতে পারবেন না তিনি। গেল শুক্রবার দেশটির অভিবাসন মন্ত্রী জনস্বার্থের কথা মাথায় রেখে জোকোভিচের ভিসা বাতিলের আদেশ দেন। সে আদেশের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো আপিল করেছিলেন এই টেনিস তারকা। তবে, এবার আর জিততে পারেননি জকোভিচ।