অস্ট্রেলিয়া সফরে প্রথম এক দিনের ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ০১:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়া সফরে প্রথম এক দিনের ম্যাচে ১১২ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। তানজিদের ফিফটি ও আবু হায়দারের অলরাউন্ড নৈপুণ্যে আসে এই জয়। বড় জয়ে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজ শুরু করলো বাংলাদেশ এইচপি দল।
অস্ট্রেলিয়া সফরে বৃহস্পতিবার প্রথম একদিনের ম্যাচে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ১১২ রানে হারায় আফিফ হোসেনের নেতৃত্বাধীন দল। ডারইনের টিআইও স্টেডিয়ামে ২৫১ রানের লক্ষ্যে ৪৮ বল বাকি থাকতেই ১৩৮ রানে গুটিয়ে যায় স্থানীয় দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটে ১শ’ রানের জুটি গড়ে তোলেন দুই বাঁহাতি তানজিদ ও পারভেজ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন তানজিদ। আরেক ওপেনার পারভেজ করেন ৪৭ রান। আট নম্বরে নেমে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আবু হায়দার। পরে বল হাতে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার। ৪১ বলে ৩ চার ও ১ ছক্কার ইনিংস খেলে দলকে আড়াইশ রানে নিয়ে যান আবু হায়দার। নর্দার্ন টেরিটরির পক্ষে ৪ উইকেট নেন হ্যামিশ মার্টিন। পরে ব্যাট হাতে পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্থানীয় দলটি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নর্দার্ন টেরিটরির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার জ্যাকব ডিকম্যান। আর কোনো ব্যাটসম্যান ১৭ রানের বেশি করতে পারেননি। আগামী মঙ্গলবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি।