অস্ট্রেলিয়া দক্ষ জনশক্তি নিতে আগ্রহী : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়া, সৌদি আরব ও মিশরের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকের পর তিনি একথা জানান। বলেন, অস্ট্রেলিয়া দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। সৌদি আরবে সবুজ বনায়নে শ্রমিক পাঠাতে একমত বাংলাদেশ। সৌদি আরব চট্টগ্রামের মীরেরসরাইয়ে ৬শ’ একর জমি চায় বলেও জানান ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার নাদিরা সিম্পসন। পররাষ্ট্রমন্ত্রী জানান, আইসিটি, লেদার সেক্টরে বিনিয়োগ করতে চায় দেশটি। এছাড়া দেশের ১০০ টি ইকোনমিক জোনে অস্ট্রেলিয়াকে বিনিয়োগের আহবান জানানো হয়েছে বলেও জানান ড. হাছান মাহমুদ।
বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত এবং সৌদি আরবের রাষ্ট্রদূতও সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে । পরে ৩ রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ড. হাছান মাহমুদ। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ জুনের পর বাংলাদেশ সফরে আসবেন।
তিনি বলেন, জো-বাইডেনের চিঠি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েন অনেকটাই কমেছে। আফরিন আক্তারের সফর দুদেশের সম্পর্ককে বহুমাত্রিক করতে সহায়তা করবে। রমজানে কর্মসূচি দিলে বিএনপি কর্মীরা তোপের মুখে পড়বে বলেও জানান ড. হাছান মাহমুদ।