অসহায় মানুষের পাশে জেসিআই ঢাকা প্লাটিনাম
- আপডেট সময় : ০৩:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬১০ বার পড়া হয়েছে
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জেসিআই ঢাকা প্লাটিনাম সারাবছর ব্যাপী অসংখ্য উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসাবে ‘Preserve water, Save lives’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র কৃষকদের জন্য উন্নত সেচ ব্যবস্থা এবং ভবিষ্যত জেনারেশনের জন্য পানি সঞ্চয় করার উদ্যোগ হাতে নিয়েছে তরুণদের এই সংগঠনটি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি হলো একটি সাহসী উদ্যোগ। প্রকল্পের আওতায় যশোরের একটি গ্রামে সিমেন্টের ক্যানেল তৈরি করে দিয়েছে যার মাধমে পানির অপচয় রোধ করার পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করা সম্ভবপর করেছে জেসিআই ঢাকা প্লাটিনাম।
জেসিআই ঢাকা প্লাটিনাম সমাজের অসহায়, দুস্থ, গরিব পরিবারকে বিভিন্নভাবে সহযোগীতা এবং দেশের পানির অপচয় রোধের এ প্রচেষ্টা সামনের বছরগুলোতে অব্যাহত রাখবে এবং দেশজুড়ে পরিচালনা করবে বলে জানান জেসিআই ঢাকা প্ল্যাটিনামের লোকাল প্রেসিডেন্ট শামীমা নাসরিন শম্পা। তিনি বলেন, ‘ভবিষ্যতে আরও পরিবারকে সাহায্যকরার এমন মহৎ উদ্যোগ বারবার করতে চাই।’
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লাখের বেশি। বাংলাদেশে জেসিআইয়ের প্রায় ৪০টি লোকাল চ্যাপ্টার কাজ করছে যার মধ্যে জেসিআই ঢাকা প্লাটিনাম অন্যতম।