অসময়ে তরমুজ ও লবণ সহনশীল ফসল চাষ করে লাভবান চাষীরা
- আপডেট সময় : ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
অসময়ে তরমুজ ও লবণ সহনশীল ফসল চাষ করে লাভবান হচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্তপ্রবণ এলাকার কৃষকরা। মাছের ঘেরের আইলে অসময়ে ফসল চাষ করে এ অঞ্চলের কৃষির বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। আর ফলন ও দাম ভালো পাওয়ায় ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেতিবাচক প্রভাব পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও কৃষিজীবী মানুষের জীবন জীবিকায় । লবণাক্ততা দেখা দিয়েছে উপকূলীয় জেলাগুলোর প্রায় ১০.৫৬ লাখ হেক্টর জমির মাটি ও পানিতে।এ অঞ্চলের বার্ষিক তাপমাত্রা গড়মিল থাকার কারণে নভেম্বর-ফেব্রুয়ারি মাসে তেমন বৃষ্টি না হওয়ায় লবণাক্ততা যেমন বাড়ে তেমনি শুকনো মৌসুমে মিষ্টি পানির অভাবে ফসল উৎপাদন ব্যাহত হয়।
এমন বাস্তবতায় ঘেরের আইলে অসময়ে তরমুজ ও সবজি চাষ করে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে খুলনার ৫ উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন,কৃষি এখন বাণিজ্যিকরণ ক্ষেত্রে চলে গেছে। তরমুজ ও ভার্টিকালি চাষাবাদ করে কৃষকরা এখন লাভবান হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে খুলনায় প্রায় ৩শ৫০ হেক্টর জমিতে অসময়ে তরমুজ চাষ হচ্ছে । লবণ সহিষ্ণু ও দাম ভালো পাওয়ায় আগ্রহ বাড়ছে চাষীদের।
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আড়াই লক্ষাধিক চিংড়ি ঘেরের পতিত আইলে তরমুজ চাষ সম্প্রসারিত করা গেলে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছে কৃষি বিভাগ।