অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যায় অন্তত ৭ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৮:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৭ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। কোথাও অর্ধনিমজ্জিত আবার কোথাও পুরোপুরি ডুবে গেছে রাস্তায় থাকা গাড়ি। অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বেশিরভাগ এলাকায় এখন এমন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সময় শনিবার অঞ্চলটিতে ভারি বৃষ্টি শুরু হয়। এতে বেশিরভাগ এলাকায় বন্যা দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় সড়কে আটকে পড়ে অসংখ্য গাড়ি। সেগুলো উদ্ধারে ব্যস্ত দমকল বাহিনীর কর্মীরা। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে নৌকা। ইতোমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯৯৯ সালের পর এই প্রথম মেরি নদীর পানির উচ্চতা ২১ দশমিক নয় পাঁচ মিটার বেড়েছে।