অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়ার অভিযোগ আইন-শৃংখলা বাহিনীর বিরুদ্ধে

- আপডেট সময় : ০৮:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫০৩ বার পড়া হয়েছে
এ যেন সর্ষের ভেতরেই ভূত। যাদের দায়িত্ব মাদকমুক্ত করার- তাদের কেউ কেউ অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ না করে ছেড়ে দিচ্ছেন। আইন-শৃংখলা বাহিনীর এমন এক কর্মকর্তার কথা উঠে এসেছে এসএটিভির অনুসন্ধানে।
নিয়ম অনুযায়ী মাদক আটক করলে তার সিজার লিষ্ট তৈরি করে থানায় সোপর্দ করা এবং মাদকসহ আটক ব্যক্তিকে কোর্টে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। একটি সক্রিয় সিন্ডিকেট সোর্স ব্যবহার করে মাদক ব্যবসায়ীদের ডেকে এনে তাদের কাছ থেকে ইয়াবা আটক করছেন ঠিকই, তবে তা থানায় জমা না রেখে এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার না করে উল্টো তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তুরাগ থানা পুলিশ কর্মকতার বিরুদ্ধে।
উত্তরার-তুরাগ এর ইয়াবা ব্যবসায়ী ঝর্না ও তার সিন্ডিকেট ব্যবসায়ীদের মাদকসহ বিভিন্ন সময়ে ধরলেও তুরাগ থানার এসআই শাহিন এবং আনসার সদস্য মাহতাব সেই ইয়াবা চালান না দিয়ে অর্থের বিনিময়ে ছেড়ে দেন।ঝর্নার কথার সূত্র ধরে খোজ নিয়ে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গাজিপুরের শারমিন ও শিউলির কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ধরার পর ৮০ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ অফিসার এবং আনসার সদস্যের সাথে কথা বলতে এসএটিভির অনুসন্ধানী দল থানায় যান। কিন্তু তাদের না পেয়ে পরে মুঠোফোনে যোগাযোগ করলে তারা জানান, জামিলাকে চিনেন, কিন্তু অভিযোগ ভিত্তিহীন।মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স থাকলেও কিছু অসাধু কর্মকর্তার জন্য শতভাগ সফলতা আসছে না।
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে এমনটাই প্রত্যাশা সবার।