অর্থপাচার বর্তমান সময়ে গুরুতর অপরাধ : আপিল বিভাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
অর্থপাচার বর্তমান সময়ে গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের তৎকালীন সেক্রেটারি জয় গোপাল সরকারকে চার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বাতিলের লিখিত আদেশে আপিল বিভাগ এ মন্তব্য করে।
দুপুরে এ আদেশ প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে চার মামলায় গত ২ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে আপিল বিভাগ। একইসঙ্গে মামলাগুলো এক বছরের মধ্যে নিস্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।