অর্থপাচারের অভিযোগে পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে ভারতের আদালতে চার্জশিট গ্রহণ

- আপডেট সময় : ০১:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ভারতের আদালত। তবে অভিযোগপত্রে বাংলাদেশের কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পরবর্তী শুনানি ১০ আগস্ট।
দুপুরে কলকাতার দায়রা আদালতে তোলা হয় তাকে। এর আগে মঙ্গলবার ভারতের আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা-ইডি মামলার অভিযোগপত্র জমা দেয় আদালেত। হাজার হাজার কোটি টাকা পাচারে দায়ে অভিযুক্ত পি কে হালদারকে ভারতের তদন্তকারী সংস্থা প্রথম দুই দফায় ১৩ দিন রিমান্ড এবং পরে আরও চার দফায় প্রায় ৬০ দিন জেল হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে। পি কে হালদারের বিরুদ্ধে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি পাচারের অভিযোগ রয়েছে। কানাডা-ভারতসহ নানা স্থানে পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। দুর্নীতি দমন কমিশন-দুদক ও বাংলাদেশ ব্যাংকের অনুরোধে চলতি বছরের মে মাসে তাকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট….ইডি।