অভ্যুত্থানের চেতনা থেকে দলগুলো শিক্ষা না নিলে, ভয়াবহ পরিণতির আশঙ্কা টিআইবির
- আপডেট সময় : ১০:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী গণ আন্দোলনের চেতনা থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময়ে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে তারুণ্য-নির্ভর রাজনৈতিক শক্তি প্রয়োজন বলেও মত দেন টিআইবি’র নির্বাহী পরিচালক। আর ২০২৪-এর গণঅভ্যুত্থানের পুনঃমঞ্চায়ন সম্ভব নয়, এমন মন্তব্য করে ছাত্র-জনতাকে সজাগ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
তারুণ্যের অদম্য সাহসের কাছে পরাজিত হয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। বিশ্বের বুকে গণতন্ত্রাতিক বিজয়ের নতুন ইতিহাস রচনা করেছ লাল সবুজের বাংলাদেশ।
গণ আন্দোলন পরবর্তী আগামীর বাংলাদেশ নিয়ে তারুণ্যের ভাবনার কথা জানতেই নতুন গণতন্ত্র ও সুশাসন শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
অনুষ্ঠানে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা।
এসময় অনৈক্য ও বিভেদ মুক্ত থাকতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।
সাম্প্রতিক সময়ে সচিবালয়ের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে সবাইকে সতর্ক করেন ড. ইফতেখারুজ্জামান।
একই সঙ্গে জনগনের স্বপ্ন বাস্তবায়নে তারুণ্য নির্ভর রাজনৈতিক শক্তির পক্ষে নিজের মত তুলে ধরেন তিনি।
গণ আন্দোলনের বিজয়ীরা নিজেদের ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দেবে না, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন দুদক সংস্কারে নবগঠিত কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান।