নানা অভিযোগ ও অনিয়মের মাঝেই চলছে কুমিল্লার চৌদ্দগ্রামে শতাধিক ইটভাটা। বায়ুদূষণ, শিশুশ্রম, ভ্যাট ফাঁকিসহ বিভিন্ন অনিয়মের পরেও নীরব প্রশাসন। এলাকার সচেতন মহল মনে করেন, সনাতনী ইটভাটার বিকল্প সমাধানই পারে ভবিষ্যত প্রজন্মকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে চৌদ্দগ্রাম উপজেলা। উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পৌরসভায় গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। কোন কোনটাতে শিশু শ্রমের বিনিময়ে তৈরি হচ্ছে ইট।
ধোঁয়ার প্রভাব পড়ছে কৃষিতে। ফলে কমতে শুরু করেছে উৎপাদন। আশেপাশের এলাকার ফসলি জমির উপরের উর্বর মাটি কেটে নেয়া হচ্ছে। আইন থাকার পরেও বসতবাড়ি ও স্কুলের পাশেই জ্বলছে চিমনি। ইট পরিবহন করা ট্রাকের শব্দে ও ধুলোবালিতে অতিষ্ঠ এলাকাবাসী।
ডিজিটাল যুগে আধুনিক প্রযুক্তিতে ইট ভাটার বিকল্প গড়ে তোলার আহ্বান সুশীল সমাজের। আইন প্রয়োগেও থামছে না অনিয়ম করে ইটভাটার নির্মাণ। পরিবেশ অধিদপ্তরের প্রধান কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
আধুনিক বিশ্বে আধুনিকতার ছোঁয়া লাগেনি ইট ভাটাগুলোতে।