অব্যাহত সহিংসতার মধ্যেই আগামীকাল তৃতীয় ধাপে ১ হাজার সাতটি ইউপি’র নির্বাচন

- আপডেট সময় : ০৯:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপে কাল দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল থেকে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। তবে, ব্যালট পেপার বিতরণ করা হবে কাল ভোরে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন।
তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের তিনটি উপজেলার ২৭টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। তবে ব্যালট পেপার বিতরন করা হবে রোববার ভোরে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারের কাছে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী, সদর ও নাগেশ্বরী উপজেলার ২৭টি ইউনিয়নে নির্বাচন হবে। জেলা নির্বাচন অফিসার জানান, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃংখলা বাহিনী মোতায়েনসহ সব প্রস্তুতি নেয়া হয়েছে।
শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন্দ্রে-কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কেন্দ্র ও টহলে থাকবে পুলিশ,আনসার,ম্যাজিস্ট্রেটসহ নিরাপত্তাকর্মীরা।
নাটোরের বাগাতিপাড়ায় ৫টি ও লালপুর উপজেলায় ১০টি সহ ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। কঠোর নিরাপত্তার মধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। রেব স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দেবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা ভ্রাম্যমান আদালত নিয়ে মাঠে থাকবেন।
এছাড়া, জামালপুর, মাদারীপুর, সুনামগঞ্জ ও গাজীপুরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।