অবৈধ ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানাসহ ভাটা বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গাইবান্ধায় অবৈধ ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানাসহ ভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ইটাভাটায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দীন। অভিযানে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নওশা আলমের এসএসবি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা, পুলিশ লাইন এলাকার আকতার আমিন বাবলার এডিবি ব্রিকসকে ১ লাখ টাকা ও পার্শ্ববর্তী ফ্রেন্ডস ব্রিকসের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আগুন নিভিয়ে ভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গত একমাসে ১৫টি ইটভাটায় জরিমানাসহ আগুন নিভিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মিহির লাল সরদার।