অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ
- আপডেট সময় : ০২:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশ সীমান্ত নদীতে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে ইনকিলাব মঞ্চ। সকালে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয় এ লংমার্চ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এ লং মার্চ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানায় ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগে লংমার্চ পূর্ববর্তী সমাবেশে এ আহবান জানায় তারা। এসময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের আগ্রাসন রুখে দাও, রুখে দাও.. ইত্যাদি স্লোগানো মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। অভিন্ন নদীর পানি নিয়ে বাংলাদেশের সাথে ভারত অমানবিক বাঁধ তৈরী করে এ দেশের ক্ষতি করছে। হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের উপর চড়াও হয়েছে জানিয়ে, তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছে বাংলাদেশের ছাত্র সমাজ।ভারতের বাঁধ বাংলাদেশের মরন ফাঁদ। ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে ইনকিলাবের লং মার্চটি বন্যার্তদের জন্য বিভিন্ন ত্রাণ সহায়তা নিয়ে শাহবাগ থেকে কুমিল্লা ও ফেনী জেলা অভিমুখে রওনা করে।