অবাধ ও সুষ্ঠু ভোটের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ : ব্লিঙ্কেন
- আপডেট সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটের শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ, এমন আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষেই এ আমন্ত্রণ।
ইউএস ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্র সময় দুপুর একটা বেজে ৫০ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠকে অ্যান্টনি ব্লিংকেন শুরুতেই সেখানে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন।
এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ এমন প্রত্যাশা ব্যক্ত করেন অ্যান্টনি ব্লিংকেন।
তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানবাধিকারের বিষয়টি নিয়েও সহযোগিতা করবে বাইডেন প্রশাসন। বাংলাদেশ যেভাবে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে তারও প্রশংসা করেছেন ব্লিংকেন।
পরে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মডেল তৈরিতে শেখ হাসিনা সরকার সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
ড. মোমেন জানান, বিরোধী দল ছাড়া সরকারের একার পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন করলেও গণমাধ্যমের স্বাধীনতায় হাত দেয়নি। মতপ্রকাশের স্বাধীনতার নামে কেউ জনজীবন বিঘ্নিত করতে পারে না। এ সময় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার দাবিও তিনি জানিয়েছেন।