টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ও ব্যাটার কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়ান টেস্টে ভারতের কাছে হারার পর এই ঘোষণা দেন তিনি।
এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, পরিবারের সঙ্গে সময় দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই উইকেট রক্ষক। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে অভিষেক হয়েছিল তার। ৫৪ টেস্টে রান করেছেন ৩ হাজার ৩শ’। ৬ সেঞ্চুরির পাশাপাশি ২২টি হাফ সেঞ্চুরি আছে তার। উইকেটের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান আছে ডি ককের। ২২১টি ক্যাচের সঙ্গে ১১টি স্টাম্পিং আছে এই প্রোটিয়া উইকেট রক্ষকের। ক্যারিয়ারে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ৪ টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে নেতৃত্ব দিয়েছেন ডি কক।