ফ্রান্সে অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন কয়েক হাজার আন্দোলনকারী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, আগুন জ্বালিয়ে ম্যাঁক্রো প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এসময় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। শতাধিক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলাবাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়ায় মুহূতের্ই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। এসময় শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। গত দুই মাসের উত্তপ্ত পরিস্থিতি ও ধর্মঘটের জেরে ম্যাক্রোঁ সরকার পার্লামেন্টে ভোট ছাড়াই অবসরের বয়স ৬২ থেকে ৬৪তে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপে ফ্রান্সবাসীর পাশাপাশি ট্রেড ইউনিয়ন ও বিরোধী রাজনীতিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।