অবশেষে স্থল ও আকাশপথের সীমান্ত আজ সোমবার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১২:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
করোনার পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি ভ্রমণকারীদের জন্য অবশেষে স্থল ও আকাশপথের সীমান্ত আজ সোমবার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ২০ মাস বিধিনিষেধ জারি রাখা হয়।
করোনা মহামারির কারণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশি ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিলেন।বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের জারি করা ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ বহাল রাখেন। ভ্রমণসংক্রান্ত এ বিধিনিষেধ বহাল থাকায় ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে ইউরোপ, প্রতিবেশী কানাডা ও মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়টি একদমই পছন্দ করেনি। বিশ্বের অধিকাংশ দেশের ভ্রমণকারীদের জন্য ২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ ছিল। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ছাড়াও যুক্তরাজ্য, চীন, ভারত ছিল। দেড় বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে বিশ্বের লাখো মানুষ ব্যক্তিগত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


























