অবশেষে সমাবেশের অনুমতি পেল জামায়াতে ইসলামী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
অবশেষে সমাবেশের অনুমতি পেল জামায়াতে ইসলামী। বেলা দুইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ হবে। তবে ঘরোয়া এই কর্মসূচির জন্য দলটিকে মিলনায়তনের বাইরে জড়ো না হওয়াসহ বেশ কিছু শর্ত দেয়া হয়েছে বলে জানা গেছে।
সমাবেশের মৌখিক অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশ করবে। দলীয় সূত্র জানিয়েছে, পুলিশের অনুমতি নিয়ে তারা সর্বশেষ সমাবেশ করে ঢাকার মতিঝিলে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি। সে হিসাবে ১০ বছরের বেশি সময় পর ঢাকায় কর্মসূচি পালনের অনুমতি পেল দলটি।