অবশেষে ভারতের লোকসভায় পাস হয়েছে বিতর্কিত কৃষি আইন বিলোপের প্রস্তাব

- আপডেট সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৬২৫ বার পড়া হয়েছে
নানা নাটকীয়তা, বিতর্ক, টানা আন্দোলন এবং রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ভারতের লোকসভায় পাস হয়েছে বিতর্কিত কৃষি আইন বিলোপের প্রস্তাব। সোমবার হ্যাঁ/না ভোটের মাধ্যমে শীতকালীন অধিবেশনে পাস হয় এই প্রস্তাব। তবে অধিবেশন শেষেই পার্লামেন্ট থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ১২ এমপিকে।
চলতি বছরের শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোতে বহিষ্কৃত হওয়া সংসদ সদস্যরা পার্লামেন্টে বসতে পারবেন না। দেশটির পার্লামেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষি আইন বিলোপের প্রস্তাব নিয়ে পার্লামেন্টে বিতর্কের সময় অভদ্র আচরণ ও হট্টোগোল করায় তাদের ‘সাসপেন্ড’ করা হয়েছে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধিবেশন শুরুর আগে অনুরোধ করেন, যাতে শান্তিপূর্ণভাবে এই বিল নিয়ে আলোচনা হয়। তবে সেই অনুরোধের তোয়াক্কা না করে অধিবেশন চলাকালে ব্যাপক হট্টোগোলের সৃষ্টি হয় পার্লামেন্টে। এরপরই তৃণমূলের দুই এমপিসহ ১২ এমপিকে অস্থায়ীভাবে বহিষ্কার করেন স্পীকার।