অবশেষে বদলি করা হয়েছে সেই যুগ্ম কমিশনারকে
- আপডেট সময় : ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামকে সরাসরি ঘুষের প্রস্তাব দেয়া যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেনকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে পদায়ন করা হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে। এ ছাড়া আরও দুজন যুগ্ম কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
এর আগে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামকে সরাসরি ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগ উঠে যুগ্ম কমিশনার লজিস্টিকস মো. ইমাম হোসেনের বিরুদ্ধে। অনৈতিক এ প্রস্তাবে কমিশনার চরম ক্ষুব্ধ ও বিব্রত হন। তিনি বিষয়টি গোপন রাখেননি। অভিযুক্ত কর্মকর্তাকে দুর্নীতিপরায়ণ আখ্যায়িত করে তাকে জরুরি ভিত্তিতে বদলি করার প্রস্তাব দিয়ে চিঠি দেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি’র কাছে। যদিও সেসময় ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগ অস্বীকার করেন ইমাম হোসেন।





















