অবশেষে জেল খাটতে হবে সাবেক ডিআইজি মিজান এবং দুদক কর্মকর্তা বাছিরকে
																
								
							
                                - আপডেট সময় : ০৬:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
 - / ১৬৩৫ বার পড়া হয়েছে
 
৪০ লাখ টাকার ঘুষের লেনদেনে মামলায় অবশেষে জেল খাটতে হবে পুলিশের সাবেক ডিআইজি মিজান এবং দুদক কর্মকর্তা বাছিরকে ।ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম আজ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক মিজানুর রহমানকে ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দুদকের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ৩ বছর বিনাশ্রম ও মুদ্রা পাচার আইনে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি ৮০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।
২০১৯ সালের ২৬ জুন। নারী কেলেঙ্কারি জেরে সাময়িক ভাবে বরখাস্ত করা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানকে।
চার মাস পর তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক; এক হাত ঘুরে সেই অনুসন্ধানের দায়িত্ব পান কমিশনের তৎকালীন পরিচালক এনামুল বাছির।
সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির।
শর্ষের ভেতর ভূত দেখে দেশ জুড়ে উঠে সমালোচনার ঝড়।
২০১৯ সালের ১৮ মার্চ অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় আলোচিত এই মামলার বিচার।
বুধবার রায় ঘোষণাকে কেন্দ্র করে কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে মিজান ও বাছিরকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টার পর তাদের কাঠগড়ায় তোলা হয়। শুরু হয় রায় ঘোষণা।
আইনজীবীরা আরো জানান, দুজনের ক্ষেত্রেই হাজতবাসের সময় বাদ যাবে।
																			
																		














