অবশেষে জামিন পেলেন ফখরুল ও খসরু
- আপডেট সময় : ০৯:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সব মামলায় জামিন পাওয়ায় বিএনপির এ দুই নেতার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী।
এক মামলায় জামিনের জন্য আদালতে আদালতে ঘুরতে হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মুখ্য মহানগর হাকিম আদালত থেকে উচ্চ আদালত, ৪ বারই খালি হাতে ফিরতে হয়েছে বিএনপির এই শীর্ষ নেতাকে। পঞ্চমবারের এসে কাটলো জামিনের ফাঁড়া। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল। এদিন একই মামলায় জামিন পেয়েছেন দলটির আরেক শীর্ষ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। সবশেষ মামলায় জামিন পাওয়ায় তাদের মুক্তিতে বাধা কেটে গেলো বলে জানিয়েছেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয় আইনি কারণেই এতোদিন জামিন পাননি মির্জা ফখরুল। গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক সংঘর্ষ হয়। প্রধান বিচারপতির বাসভবনে ভাংচুরসহ বিভিন্ন স্থাপনায় হামলা করে দলটির নেতাকর্মীরা। এসব ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। ২৯ অক্টোবর গ্রেফতার হন বিএনপি মহাসচিব।