অবরুদ্ধ গাজায় মধ্যরাতে ইসরায়েলের টানা বোমাবর্ষণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজায় মধ্যরাতে একের পর এক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের বরত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে অভিযান চালানোর কয়েক দিন পর গাজায় বোমাবর্ষণের ঘটনা ঘটলো।
আল আকসায় অভিযানের পর জর্ডান ও মার্কিন মধ্যস্থতা প্রচেষ্টায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এরইমধ্যে এই হামলা চালায় ইসরায়েল। সোমবার মধ্যরাতে দক্ষিণাঞ্চলীয় গাজায় বোমাবর্ষণ করে ইসরায়েলি বিমানবাহিনী। গাজার শাসকগোষ্ঠী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ইসরায়েলি বিমানগুলো ‘খালি জায়গায়’ আঘাত করেছে বলেও দাবি করেছে হামাস।














