অবরুদ্ধ করে জোরপূর্বক বিভিন্ন কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগে ভিসিবিরোধী ৮ শিক্ষক-কর্মকর্তার নামে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
অবরুদ্ধ করে জোরপূর্বক বিভিন্ন কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগে ভিসিবিরোধী ৮ শিক্ষক-কর্মকর্তার নামে মামলা করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হক।
শনিবার রাত ২ টার দিকে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় এ মামলা করা হয়। ভিসিবিরোধী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমানকে প্রধান আসামি করে মামলাটি করা হয়। অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে মতিউর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা তার দপ্তরে এসে তাকে অবরুদ্ধ করে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকে পদত্যাগের জন্য চাপ দেন। সদ্য প্রকাশিত ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের প্রকাশিত ফল বাতিল এবং রসায়ন বিভাগের পুনর্গঠিত পরীক্ষা কমিটি বাতিল সংক্রান্ত একটি চিঠিতে জোর করে তার স্বাক্ষর নেয়া হয় ।