বাংলাদেশে প্রথম নির্মিত ওয়াইল্ড লাইফ এ্যাকশন থ্রিলার মুভি “অপারেশন সুন্দরবন”-এর টিজার সম্প্রচার শুরু হয়েছে। সুন্দরবনে রেবের দুঃসাহসিক অভিযান নিয়ে সিনেমাটি তৈরি।
বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী এই ছবিটি। শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট উন্মুক্ত মঞ্চে ট্রেইলরটির আনুষ্ঠানিক উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজির আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন রেবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রেব ওয়েলফেয়ার কো-অপারেটিভ লিমিটেড এর প্রযোজনায় রোমাঞ্চকর এই পূর্ণদৈঘ্য ছবিটি পরিচালনা করেন দীপংকর দীপন।ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন নায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নায়িকা নুসরাত ফারিয়া, রাইসুল আহমেদ আসাদ, রোশান, দর্শনাসহ অনেকেই।