অন্যান্য জেলার চেয়ে পিছিয়ে জামালপুর
- আপডেট সময় : ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
ভারতের মেঘালয় রাজ্যের সিমান্তবর্তী জেলা জামালপুর। প্রতিবছর বন্যা,নদীভাঙ্গন আর প্রকৃতি দূর্যোগের কারণে কর্মহীন হয়ে দেশের অন্যান্য জেলার চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে এই জনপদের মানুষ। তবে বর্তমান সরকারে মেয়াদে অনগ্রসর জামালপুর জেলাকে অগ্রসর জনপদে রূপান্তর করতে অর্থনৈতিক অঞ্চল সহ নানা মূখী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আসন্ন বাজেট কেমন চান তাদের ভাবনা নিয়ে কথা বলেছে এই জনপদের মানুষ।
বর্তমান সরকারের মেয়াদের প্রথম থেকেই দুটি অর্থনৈতিক অঞ্চল,শেখ হাসিনা মেডিক্যাল কলেজ,শেখ হাসিনা সংস্কৃতি পল্লী,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,রেল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নান মূখী পদক্ষেপ নেওয়ায় এখানে কর্ম সংস্থানের সুয়োগ সৃষ্টি হয়েছে।বাজেটে সুষম বন্টন,সংস্কৃতি বান্ধব,নারীর ক্ষমতায়ন ও নকশীসুচী পন্যের উপর বিশেষ বরাদ্দ চায় স্থানীয়রা।
তবে এ জেলার মানুষের দাবী আগামী বাজেটে এ জেলায় বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তাবায়ন এবং তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বেকারদের নতুন কর্ম সংস্থান সৃষ্টির দাবী তুলেছেন স্থানীয়রা।
আগামী বাজেটে সম্পদের সুষম বন্টন,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,বিশেষ বরাদ্দ সহ কর্মসংস্থান সৃষ্টি হলে জেলা অর্থনীতির চাঙ্গা হবে বলে জানালেন এই অর্থনীতিবিদ।
আগামী বাজেটে জামালপুর জেলায় অতিরিক্ত বরাদ্দ সহ অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীদের প্রমোদনার ব্যবস্থা করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের প্রতি বেশী গুরুত্ব দিয়েছে স্থানীয়রা।আপস:…..