অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার যুবারা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার যুবারা।
এস্তাদিও সান কুয়ান দেল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল দু’দল। তবে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৪ মিনিটে দলের লিড এনে দেন স্ট্রাইকার ইগনাসিও মায়েস্ত্রোর। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্টিনো। ৩৫ মিনিটে স্কোর বোর্ডে আরও একটি গোল যোগ করেন রোমেরো। পরে আর গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে আবারও এগিয়ে যায় তারা। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ৪-০ লিড এনে দেন ব্রায়ান আগুয়েরে। ৮৬ মিনিটে আরও একটি গোল করে আর্জেন্টিনা। বাকী সময় আর গোল না হলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।