অনূর্ধ্ব-২০ এএফসি কাপের বাছাইপর্বে ভুটানকে হারালো বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-২০ এএফসি কাপের বাছাইপর্বে ভুটানকে ২-১ গোলে হারালো বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করেছে লাল-সবুজ জার্সিধারীরা।
বাহরাইনের শেখ আলী বিন মুহাম্মদ আল খলিফা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল দু’দল। গুটি কয়েক আক্রমণ করেও ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত হয় বাংলাদেশ। তবে ৩৩ মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলে লিড নেয় বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলার যুবারা। বিরতি শেষে ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া ভুটান। ৬০ মিনিটে ম্যাচে সমতায় আনে তারা। কিন্তু ৮৮ মিনিটে গোল করে ম্যাচটি নিজেদের করে নেয় লাল-সবুজ জার্সিধারী যুবারা। পরে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।