অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মেসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ২০২১ বার পড়া হয়েছে
কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন লিওনেল মেসি। মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা শেষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি।
ক্লাবের পক্ষে থেকে জানানো হয়, মেসির ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই এই চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন মেসি তা অজানা ক্লাব কর্তৃপক্ষের কাছে। তবে, মায়ামির হয়ে মেজর লিগ সকারের প্রথম দুই ম্যাচে যে তার খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। আগামী ২৭ জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে এমএলএসে বৃহস্পতিবার টরন্টো এফসি এবং রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মায়ামি। গেলো রোববার কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ৬৪ মিনিটের সময় গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি।