কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় বৃহস্পতিবার থেকে ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। এজন্য মঙ্গলবার বিকাল ৫টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও, সার্ভার জটিলতার অজুহাতে বুধবার সকাল ৮টা থেকে টিকেট বিক্রির ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু কথা থাকলেও, দুপুর ১টা পর্যন্ত টিকেট কাটতে পারেনি যাত্রীরা। নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস দিয়ে লগ ইনের পর টিকিট না পেয়ে হতাশ গ্রাহকরা। এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার বলেন, অনলাইনে সবাই একসঙ্গে চেষ্টা করার কারণে সার্ভারে জটিলতা দেখা দিতে পারে। বৃহস্পতিবার ভোর থেকে সিডিউল অনুযায়ী ট্রেন ছাড়ার কথাও জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে এবারও এক সিট ফাঁকা রেখে বসতে হবে যাত্রীদেরকে । এদিকে স্টেশন ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন পর ট্রেনযাত্রা উপলক্ষে জীবাণুনাশক দিয়ে স্টেশন পরিষ্কার এবং ট্রেনগুলোকে প্রস্তুত করাসহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।