অনলাইনে ট্রেনের ১৪ হাজার টিকিট কিনতে ৬৫ লাখ মানুষ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৮:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৭১৮ বার পড়া হয়েছে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চলছে বাস-ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। অনলাইনে ট্রেনের সব টিকিট বিক্রি করার দ্বিতীয় দিনে ৪ এপ্রিলের ১৪ হাজার টিকিট বিক্রিতে আড়াই ঘণ্টায় ৬৫ লাখ মানুষ প্রতিযোগিতা করে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতেও বিভিন্ন রুটের আগাম টিকেট বিক্রি চলছে। কিছু পরিবহণ অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে বৃহস্পতিবার থেকে। তবে অগ্রিম টিকেটে ঝামেলা হওয়ায় অনেক পরিবহণ বন্ধ রেখেছে এই টিকেট বিক্রি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২২ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। একই সঙ্গে যাত্রীরা অনলাইন এবং সরাসরি অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন। রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদসহ বিভিন্ন টার্মিনালের কাউন্টারগুলোতে চলছে অগ্রিম টিকিট বিক্রি।
ফেনী-নোয়াখালী রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে।
আবার অনেক পরিবহণ ঝামেলা এড়াতে অগ্রিম টিকেট বিক্রি বন্ধ রেখেছে।
এদিকে ঈদ উপলক্ষ্যে দ্বিতীয় দিনে সকাল ৮টা থেকে ৪ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার জানান, ৪ এপ্রিলের টিকেটের চাহিদা বেশি থাকায় আড়াই ঘণ্টায় ১৪ হাজার টিকেট বিক্রি হয়েছে। তবে টিকেট পেতে ৬৫ লাখেরও বেশি মানুষ সার্ভারে হিট করে।
টিকিট কালোবাজারি বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে রেলস্টেশনে।