নিজেদের অধিকার ধরে রাখতে হলে, আন্দোলন সংগ্রাম ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজ্ঞ ড. কামাল হোসেন। সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় তিনি একথা বলেন।
বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় ড. কামাল হোসেন আরো বলেন, গণতন্ত্র বাঁচিয়ে রাখতে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে। কারণ স্বৈরশাসকদের বুঝতে হবে, কেউ নিজেদের অধিকার ছাড়বে না। সঠিক তথ্য তুলে ধরা সংবাদিকদের কাজ। দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্র বাঁচাতে জীবনের ঝুঁকি নিতে হবে। সভায় বক্তারা আতাউস সামাদের স্মৃতিচারণ করে বলেন, তার আদর্শ আর আপোষহীন সাংবাদিকতা অনুকরণীয়। তার অনেক লেখা আছে যেগুলো একত্রিত করলে ভবিষ্যত প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে।