‘অদৃশ্য’-এর ট্রেইলার প্রকাশ
- আপডেট সময় : ১০:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭২৬ বার পড়া হয়েছে
‘অদৃশ্য’ ওয়েব সিরিজটির জন্য সাসপেন্স আর থ্রিলার এর অসাধারণ কম্বিনেশনের একটি ট্রেইলার রিলিজ করেছে হইচই। যা নিঃসন্দেহে দর্শকের মনে একটি হাই স্পিড রোলারকোস্টারের ফিল দেবে। দর্শকদের কাছে বহুমুখী চরিত্রে অভিনয়ের অসামান্য প্রতিভার জন্য পরিচিত মাহফুজ আহমেদ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপি করিম অভিনীত এই রোমাঞ্চকর থ্রিলার সিরিজটি দর্শকের ভিন্নধর্মী এক জার্নির মধ্য দিয়ে নিয়ে যাবে।
নির্মাতা শাফায়েত মনসুর রানা পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। এই সিরিজের গল্প আবর্তিত হয় আনিস আহমেদ কে নিয়ে। আনিস আহমেদ একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ যার জীবন হুট করে পালটে যায় যখন সে তার নিজেকে বন্দী অবস্থায় আবিষ্কার করে একটি পরিত্যক্ত ঘরে। কিন্তু কে, কেন বা কি কারণে তাঁকে বন্দী করেছে তার কোন হদিস পায়না আনিস আহমেদ। এই সিরিজটি দর্শকদের সাসপেন্স, ড্রামা এবং ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর জার্নির মধ্য দিয়ে যাবে যা দর্শকের পৌছে দিবে একটি অনন্য অভিজ্ঞতায়।
মাহফুজ আহমেদ বলেন, ‘দর্শক আমাকে এই সিরিজে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবে। এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। এই গল্পের জার্নিটা একদম আলাদা, বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইের পাশাপাশি লড়াইটা নিজের মনের বিরুদ্ধেও করতে হয়। আমি বিশ্বাস করি, এই সিরিজটি দেখে দর্শক অনেক ধরনের বাস্তবতা নিয়ে প্রশ্ন করা শুরু করবে।
ট্রেইলার প্রকাশের পর থেকে সিরিজটি নিয়ে প্রত্যাশার পারদ এখন চরমে। ট্রেইলারে গল্পের যে টুইস্ট আর টার্ন দেখানো হয়েছে তা একটি ভিন্নধর্মী থ্রীলার গল্পের আভাস দিয়েছে যা সিরিজটিকে দর্শকদের প্রবল আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে। সেই আগ্রহের ফলশ্রুতিতে দর্শক এক নিমিষেই দেখতে চাইবে আনিস আহমদের সাথে ঘটে যাওয়া ঘটনার শেষ পরিনতি।
পরিচালক শাফায়েত মনসুর রানা ‘অদৃশ্য’ সিরিজে এমন একটি গল্প বলছেন যা মানুষের মনের গভীরতা এবং মানুষের মনের মধ্যে যে অন্ধকারাচ্ছন্নের বসবাস তার বাহ্যিক বহিঃপ্রকাশ কিভাবে আমাদের জীবনে প্রতিফলিত হয়ে সামনে দাঁড়ায় তাই দেখিয়েছেন। ট্রেইলার নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে পরিচালক বলেন, “ট্রেইলারে যে সাড়া পাওয়া গেছে তাতে আমি অত্যন্ত অভিভূত। এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং হইচই এর সাথে আমি ওটিটিতে অভিষেক করতে পেরে আমি সত্যি আনন্দিত।
সিরিজটিতে তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, শম্পা রেজা, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিম সহ আরও অনেকই অভিনয় করছেন। এতগুলো গুনী অভিনয় শিল্পীর উপস্থিতি এই সিরিজটির প্রতি দর্শকের প্রত্যাশা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সিরিজটি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই প্রযোজনা করেছে।
আনিসের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অপি করিম। তিনি বলেন, ‘প্রথমত, ‘ঢাকা মেট্রো’র পর আবারও হইচইতে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। এই সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা রয়েছেন যাদের আমি খুব পছন্দ করি। এটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। সিরিজটিতে কী ঘটতে চলেছে ট্রেইলারটি তার একটি ঝলক মাত্র। আমি আশা করি দর্শকরা শেষ পর্যন্ত সিরিজটি বেশ ভালো ভাবেই উপভোগ করবেন। এখন শুধুমাত্র এটি প্রকাশের অপেক্ষায় আছি।
মাহফুজ আহমেদ ও অপি করিম অভিনীত ‘অদৃশ্য’ ওয়েব সিরিজটি আগামী ৫ই অক্টোবর থেকে দেখা যাবে শুধুমাত্র হইচই এর পর্দায়।