অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে নির্মাণ সামগ্রীর দাম

- আপডেট সময় : ০৬:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে নির্মাণ সামগ্রীর দাম। টাল-মাটাল রড সিমেন্ট, ইট, বালি পাথরের বাজার। কয়েক মাসে দাম বেড়েছে অস্বাভাবিক হারে। ফলে স্থবির হয়ে গেছে বেশিরভাগ সরকারি-বেসরকারি নির্মাণ কাজ। বগুড়ায় পাঁচশ’ কোটি টাকার উন্নয়ন কাজ এখন বন্ধের পথে।
তিন মাস আগে প্রতি কেজি রড বিক্রি হতো ৬৫ টাকায়, এখন সেটা ৯০ টাকা। ৩৯০ টাকা ব্যাগের সিমেন্ট বেড়ে এখন পাঁচশ’ টাকার উপরে। ১২০ টাকা সিএফটির পাথর এখন ২২০ টাকা। ইলেকট্রিক সামগ্রীর দাম বেড়েছে ৪০ ভাগ। ইট, বালি, বাথরুম ফিটিংসসহ নির্মাণ কাজের সব পণ্যের দাম বেড়েছে। টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না অনেক পণ্য।
নির্মাণ সামগ্রির দাম বাড়ায়, সরকারি বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের কাজ স্থবির হয়ে গেছে। ডেভলপার কোম্পানী ও ব্যক্তি উদ্যোগের নির্মাণ কাজেরও একই অবস্থা। লোকসান ঠেকাতে অনেকেই বন্ধ রেখেছেন কাজ।
উন্নয়ন প্রকল্প বন্ধের কথা স্বীকার করলেন জন প্রতিনিধি।
বাজার নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপ আর সরকারি দপ্তরের সিডিউল রেট হালনাগাদ করার দাবি ঠিকাদারদের।