অতিরিক্ত শুল্কায়নে বেনাপোলে আটকা পচনশীল পণ্যের ট্রাক
- আপডেট সময় : ০৬:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৭৪০ বার পড়া হয়েছে
জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের অতিরিক্ত শুল্কায়নে বেনাপোল বন্দরে বৃহস্পতিবার থেকে আটকা পড়ে আছে মাছ-ফল-সবজিসহ প্রায় দশ ট্রাক পচনশীল পণ্য। এতে প্রতিবাদ জানিয়ে ওই দিনই কাস্টমস হাউজের সামনে বিক্ষোভ করে স্থানীয় আমদানিকারকরা। বিক্ষোভে আমদানি-রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
গত ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীন সভায় আমদানিকৃত শুল্কায়ন সমতা বজায় রাখা এবং ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে মাছ, শুটকি মাছ, টমেটো, পান ও ফলের সঠিক মাপ নির্ধারণে ওজন প্রস্তাব ও সুপারিশ করা হয়। যা বৃহস্পতিবার থেকে কার্যকর করে কাস্টমস। এতে লোকসানের কবলে পণ্য খালাস না নেয়ায় বন্দরে আটকা পড়ে আছে পচনশীল পণ্যবাহী ট্রাক।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জানান, এনবিআরের নতুন আদেশ তারা কার্যকর করছেন। তবে কয়েকজন আমদানিকারক অভিযোগ জানিয়ে পণ্য খালাস করছেন না।