প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া অচলায়তন না ভাঙ্গলে নারী সমাজের উচ্চ আসনে বসা সম্ভব হতো না। উন্নয়নের মুল ধারায় নারীদের যুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে ৫ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নারীদের গৃহকর্মেও শ্রমের মর্যাদা দিতে নির্দেশনা দেন শেখ হাসিনা।
নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া দিবস আজ। ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার ৫ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক দেয়া হয়। তারা হলেন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের অধ্যাপক কামরুন নাহার বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিতে নড়াইল জেলার ড. আফরোজা পারভীন, পল্লী উন্নয়নে ঝিনাইদহের নাছিমা বেগম, নারী শিক্ষায় ফরিদপুরের রহিমা খাতুন।
বক্তব্যে প্রধানমন্ত্রী নারী অধিকার আদায়ে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, সব ক্ষেত্রে নারীদের অধিকার দিয়েছেন বঙ্গবন্ধু। যার ফলে নারীরা আজ সব জায়গায় বিরাজমান।
উন্নয়নের মুল ধারায় নারীদের যুক্ত করতে সরকার কাজ করছে জানিয়ে গৃহকর্মেও নারীদের শ্রমের মর্যাদা দেয়ার নির্দেশনা দেন সরকার প্রধান।
নারী জাগরণের অগ্রযাত্রার মধ্যে দিয়েই দেশ এগিয়ে যাবে বলে জানান শেখ হাসিনা।
এসময় করোনা, যুদ্ধ এবং আমেরিকার নিষেধাজ্ঞা মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।