অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৬১০ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডিতে সকালে ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দু’জন।
পুলিশ জানায়, সকালে ওই ভবনে অগ্নিকাণ্ডের সময় ভবন মালিকের ছেলে রাফসানসহ ৩ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অজ্ঞাত এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।