মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও ৫ টি দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা। দোষী প্রমাণিত হলে প্রতিটি অভিযোগের জন্য ১৫ বছর করে কারাভোগ করতে হবে সু চিকে।
সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে হেলিকপ্টার ভাড়া করার অভিযোগ আনা হয়েছে একটি মামলায় । শান্তিতে নোবেলজয়ী সু চির বিরুদ্ধে ইতোমধ্যেই প্রায় এক ডজন মামলা করেছে জান্তা সরকার। রাজধানী নেইপিদোর জান্তা পরিচালিত আদালতেই চলছে এসব মামলার বিচার। সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে এক শতাব্দীরও বেশি সময় কারাভোগ করতে হবে সু চিকে। নির্বাচনে কারচুপির অভিযোগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।