অবৈধ ওয়াকিটকি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের একটি আদালত। আজ এ রায় ঘোষণা করা হয়।
এছাড়া, সব মামলার রায় সু চির বিরুদ্ধে গেলে মিয়ানমারের গণতন্ত্রপন্থি এই নেত্রীকে কয়েক দশক পর্যন্ত কারাগারে কাটাতে হতে পারে। তার বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগও আছে। এর আগে নির্বাচনী প্রচারণার সময় করোনাবিধি লঙ্ঘন এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সু চিকে চার বছরের সাজা দেয় আদালত। গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটায়। পরবর্তীতে সু চির বাড়িতে বিনা ওয়ারেন্টেই তল্লাশি চালিয়ে অবৈধ ওয়াকিটকি খুঁজে পাওয়ার অভিযোগ তুলে সামরিক বাহিনীর সরকার।