৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পর্যায়ক্রমে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশ্বস্ত করেন, টিকার কোন সংকট হবে না। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, টিকা দেয়ার পরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নিজেদের স্বার্থের কথা না ভেবে জনগণের কথা ভাবে বলে মন্তব্য করেন তিনি।
শেষ হল ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশন। রীতি অনুযায়ী সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করোনা সংক্রমণ রোধে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জনগনের জন্য টিকা নিশ্চিত করতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুচ্ছে সরকার।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছেলে-মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে কিনা, সংসদ সদস্যদেরকে তা বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
৭৫ পরবর্তী অবৈধ ক্ষমতা দখলকারী শাসকরা নিজেদের স্বার্থ আর সম্পদ গোছানোতে ব্যস্ত ছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগন উন্নয়নের সুফল পায়।
মহামারী করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা ও বিধিনিষেধ মেনে চলতে আবারো আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।