৮ মাসেও দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
আমরণ অনশনসহ আন্দোলন স্থগিত করার ৮ মাস পরও দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলনের সময় গুলিবিদ্ধ শিক্ষার্থী সজল কুন্ডুর চিকিৎসা বন্ধসহ তার পরিচালিত ক্যাফেটেরিয়া কেড়ে নেয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মুখপাত্র মুহাইমিনুল বাশার এ অভিযোগ করেন।
তিনি বলেন, সকল দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি ৮ মাসেও। এছাড়া গুলিতে আহত সজল কুন্ডুর সাথেও অমানবিক আচরণ করা হচ্ছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করা হয়নি। পাশাপাশি বহাল তবিয়তে রয়েছেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করার ঘোষণা দেন তারা।