৮ ঘণ্টা অপেক্ষা শেষে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে আরো ১৩ বাংলাদেশী

- আপডেট সময় : ০২:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ভারতের ঘোজাডাঙ্গা জিরো পয়েন্টের নোম্যান্স ল্যাণ্ডে টানা ৮ ঘণ্টা অপেক্ষা শেষে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে আরো ১৩ বাংলাদেশী।
ভারতে ঘোজাডাঙ্গা জিরোপয়েন্টে অপেক্ষা শেষে সন্ধ্যার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে এই পাসপোর্ট যাত্রীরা। এর আগে সোমবার সকাল ১০টায় তারা ভারতের ঘোঁজাডাঙ্গা ইমিগ্রেশন অফিসে পাসপোর্ট এন্ট্রি করে জিরো পয়েন্টে আসার পর বিজিবি তাদের দেশে ঢুকতে বাধা দেয়। বিজিবি তাদের বেনাপোল বন্দর দিয়ে ঢোকার জন্য বলে। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন তাদের পাসপোর্ট এন্ট্রি করায় বিএসএফ তাদের আবার ভারতে প্রবেশ করতে না দেয়ায় তারা দিনভর ভারতের ঘোজাডাঙ্গা জিরো পয়েন্টের নোম্যান্স ল্যাণ্ডে অপেক্ষাশেষে সাতক্ষীরার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সহযোগিতায় সন্ধ্যায় ভোমরা ইমিগ্রেশন হয়ে নিজ দেশে পা রাখেন। পুলিশ তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পর সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর ভবনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিজিবি জানায়, ভারতে গিয়ে যারা আটকে আছে তারা শুধু বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবে।